বর্ষা শুরু হতে না হতেই রসদের টানে লোকালয়ে ফের ছুটছে গজরাজের দল। শুক্রবার ভোরে খড়িবাড়ি ব্লকের পানিট্যাঙ্কির মঞ্জয় জোতে দলছুট একটি দাঁতাল হাতি লোকালয়ে প্রবেশ করে। কার্যত লকডাউনের সুযোগ নিয়ে ঘুরে বেড়ায় গোটা এলাকা।
ভোরে মানুষের চলাচল কম থাকায় কোথাও কলাগাছ, কোথাও আবার ধান খেয়ে আনন্দ উপভোগ করে হাতিটি।
হাতির খবর জানতে পেরে এলাকায় চাঞ্চল্য দেখা যায়। পরে গ্রামবাসীদের তাড়া খেয়ে টুকরিয়াঝাড় জঙ্গল ফিরে যায় দাঁতাল হাতিটি। এর আগেও ২০-২৫টি হাতির দল নকশালবাড়ির আনারস বাগান, ধানের খেতে তান্ডব চালায়।
খাবারের খোঁজে প্রতিনিয়ত এই এলাকার হাতির অবাধ বিচরণ দেখা যায় বলে স্থানীয়রা জানান।
0 Comments: