ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে সেনাবাহিনীর ক্যাম্প সংলগ্ন এলাকায় গ্রেফতার করা হল এক বাংলাদেশী প্রাক্তন গোয়েন্দাকে। বাগডোগরা এমএম তরাই এলাকায় ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের নজরে আসতেই ভারতীয় সেনার ব্যাঙডুবি সেনা ছাউনিতে খবর দিলে সেনাবাহিনীর ৫ এফওডি সেনাকর্মীরা বাংলাদেশীকে আটক করে।
পরে তাকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। ধৃত আশরাফুল আলম বাংলাদেশের রংপুর জেলার বাদরগছ এলাকার বাসিন্দা। ধৃত নিজেকে বাংলাদেশি গোয়েন্দা পরিচয় দিয়েছেন দেওয়ায় সন্দেহ বাড়ছে। জানা গিয়েছে ৬ মাস আগে বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেন। ধৃতের কাছে কোনো পরিচয়পত্র পায়নি পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে রিমান্ডে নেবে পুলিশ।
0 Comments: