করোনার এই সংকটাপন্ন সময়ে অপুষ্টিতে আক্রান্ত পরিবারের পাশে এবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটি ও নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্রের সহায়তা কেন্দ্রের সদস্যরা।
শনিবার প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নকশালবাড়ির দক্ষিণ স্টেশন পাড়ায় অপুষ্টিতে আক্রান্ত ১৯ টি পরিবারে হাতে খাদ্যসামগ্রী বিতরণ করল বিজ্ঞান মঞ্চের সদস্যরা।
এদিন শুকনো খাবার চাল, ডাল,লবণ,আলু,ডিম, ছাতু,সোয়াবিন,সাবান, ছোলা, তেল ও কেক তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দার্জিলিং জেলা কমিটির কার্যনির্বাহী সভাপতি ডাঃ গোপাল দে, সম্পাদক দেবর্ষি ভট্টাচার্য, সহ সম্পাদক চঞ্চল সাহা, নকশালবাড়ি বিজ্ঞান কেন্দ্র সম্পাদক অভিজিৎ সরকার ও শম্ভু রায়,পিন্টু বিশ্বাস, সুরোজিত কুন্ডু, তন্ময় ঘোষ, ঋষিকেশ রায়, ঋত্বিক বিশ্বাস ও দ্বীপ ঘোষ।


0 Comments: