উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ দীর্ঘতর হচ্ছে মিউকরমায়োসিসে মৃত্যুর সংখ্যা। গতকাল রাত থেকে আজ পর্যন্ত মিউকরমায়োসিসে ২জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন সিসিইউতে অপরজন কোভিডে ভর্তি ছিলেন।
জানা গিয়েছে, এই দুই রোগীদের মাটিগাড়া এলাকার বাসিন্দা হলেও এদের মধ্যে একজনের বয়স খুব কম ছিল। এর আগেও মিউকরমায়োসিসে ৫জনের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।
তবে মিউকরমায়োসিস নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে চিকিৎসারা জানান। অপরদিকে একজন রোগীর উধাও ঘটনায় রোগীর খবর পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

0 Comments: