ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্র পতন। চলে গেলেন কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।প্রাক্তন সেনা কর্মী মিলখা সিং চার বারের এশিয়ান গেমস চ্যাম্পিয়নে শিরোপা দেশের হয়ে গড়েছিলেন। ১৯৫৮-য় কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন মিলখা সিংহ।
১৯৬০-এ রোম অলিম্পিক্সে চতুর্থ হন তিনি। মিলখা সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী।

0 Comments: