শিলিগুড়ি শহর থেকে অনেকটা দূরে অবস্থিত নকশালবাড়ির ধিমালবস্তী। ভারতের লুপ্তপ্রায় জনগোষ্ঠীর বসবাস এই ধিমালবস্তীতে। ধিমাল জনগোষ্ঠীর এরা এখানেই বাস করছে দীর্ঘদিন ধরেই।
প্রায় ৮০টি পরিবারের সদস্যদের আবদ্ধ এই গ্রামে লকডাউনের এই সময়ে খাদ্যের সংকট দেখা দিয়েছে। খাদ্যের সংকট নিরসনে এবার বিভিন্ন রেশন সামগ্রী পৌঁছে দিল শিলিগুড়ি ইউনিক ফাউন্ডেশন।
রবিবার বিকেলে ইউনিক টিম ২০ ধরনের খাদ্যসামগ্রী ধিমাল সম্প্রদায়ের হাতে তুলে দেন।
মধুমতি ঘোষ ইউনিক টিমের সদস্য জানান, খুব যৎসামান্য শুকনো খাবার ৩০-৫০ পরিবারের সদস্যদের তুলে দেওয়া হল। এই জনগোষ্ঠীর সদস্যরা লকডাউনের সময়ে অসহায় অবস্থায় রয়েছেন। এই খবর পেয়ে আমরা এখানে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম।
খাদ্যসামগ্রী নিতে সজ্জিত ভূষণে দেখা যায় ধিমাল সম্প্রদায়ের সদস্যদের।



0 Comments: