ধারালো অস্ত্র সহ ৫ ডাকাতকে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ। মাটিগাড়া সংলগ্ন হিমাচল বিহারে ডাকাতির করার আগেই গোপন সূত্রে খবর পেয়ে মাটিগাড়া পুলিশ ৫জনকে গ্রেফতার করে।
ধৃতদের মধ্যে একজন চোপড়ার বাসিন্দা ও বাকিরা স্থানীয় বলে জানা গিয়েছে। ধৃতরা হল আকবর ইসলাম, আশীষ থাপা, বাহাদুর রায়, আখরুল ও মুন্না শা।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

0 Comments: