ভোটে নয় কাজেই পরিচয়। হ্যাঁ রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর রাজ্যজুড়ে করোনা আক্রান্ত পরিবারের পাশে কখনো স্যানিটাইজেশন, কখনো অ্যম্বুলেন্স, কখনো অক্সিজেন সিলিন্ডার আবার কখনো খাদ্যসামগ্রী নিয়ে পৌঁছে যাচ্ছে রেড ভলিন্টিয়ার। এমন চিত্র নকশালবাড়ি জুড়েও।
নকশালবাড়ির কোটিয়া জোত ও তালতলা এলাকায় কোভিড পজিটিভ ১০টি বাড়িতে জীবাণুমুক্তের কাজ করল রেড ভলিন্টিয়ারের সদস্যরা। শুধু তাই নয় করোনা রোগীদের সবরকম সহযোগিতায় এগিয়ে আসছে এরা।


0 Comments: