চা বাগান পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে এগিয়ে এসেছিল একান্নবর্তীর হেঁশেল। শনিবার খড়িবাড়ি ব্লকের সিঙ্গিঝোড়া বাগানে শুরু হওয়া এই কর্মসূচি চলবে সাতদিন।
গত ৭দিন নকশালবাড়ি চা বাগান অসহায় চাবাগানের কর্মীদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়।
এরপর কিরণচন্দ্র চা বাগানে খাবার পৌঁছে দেওয়া হবে বলে একান্নবর্তীর সদস্যরা জানান। রান্না করা খাবার সহ ভিটামিন ঔষধ পেয়ে খুশি সকলেই।


0 Comments: