বড়সড় সাফল্য পেল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ফাঁড়ির পুলিশ। গতকাল গভীর রাতে চটহাট মেডিক্যাল মোড় থেকে ৫০০-৬০০ সেপটির সেগুন কাঠ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ট্রাক ভর্তি কাঠ দাঁড়িয়ে থাকায় সময় পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে মেডিক্যাল কলেজে নিয়ে আসে।
তবে গাড়ির চালক বা অন্যকাউকে ধরতে পারেনি পুলিশ। কাঠের এই ব্যবসার সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
তবে উদ্ধার হওয়া কাঠের মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

0 Comments: