Saturday, June 12, 2021

তবে মুকুলের পথে কি এগোচ্ছেন রাজীব? ইঙ্গিত তুঙ্গে

তবে মুকুলের পথে কি এগোচ্ছেন রাজীব? ইঙ্গিত তুঙ্গে

 বিধানসভা নির্বাচনে ফলঘোষনা এবং ফেসবুকে টুইট থেকে জল্পনা শুরু হয়েছিল তবে কি ফের তৃণমূল কংগ্রেসে ফিরছেন রাজীব। 

শনিবার জল্পনা বাড়িয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বাড়িতে বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তবে সংবাদমাধ্যমের সামনে রাজীব জানান, এটা নেহাতই সৌজন্যমূলক সাক্ষাৎ। 

প্রশ্ন উঠছে, মুকুলের পথে হেঁটে পুরানো দলে ফিরছেন তিনি? গত জানুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে বিজেপির টিকিট পেয়ে হারতে হয় তাকে।

 এরপর দূরত্ব তৈরি হয়। গত মঙ্গলবার নিজের দলের বিরুদ্ধে বিস্ফোরক টুইট করেন রাজীব। সমালোচনা তো অনেক হল। মানুষের বিপুল জনসমর্থন নিয়ে আসা নির্বাচিত সরকারের সমালোচনা ও মুখ্যমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে, কথায় কথায় দিল্লি, আর ৩৫৬ ধারার জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেবে না বলে বিষ্ফোরক লেখেন রাজীব। 

আমাদের সকলের উচিত, রাজনীতির ঊর্ধ্বে উঠে ‘কোভিড‘ ও ‘ইয়াস‘, এই দুই দুর্যোগে বিপর্যস্ত বাংলার মানুষের পাশে থাকা। তবে কোন সিদ্ধান্ত নেন তিনি, তার অপেক্ষা করতেই হবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: