Sunday, June 6, 2021

এলাকাকে করোনামুক্ত করতে এগিয়ে এল পাঠাগারের সদস্যরা

এলাকাকে করোনামুক্ত করতে এগিয়ে এল পাঠাগারের সদস্যরা

করোনা সচেতনতায় এগিয়ে এল খড়িবাড়ি ব্লকের শ‍্যামধন জোতের প্রমোদ দাসগুপ্ত স্মৃতি পাঠাগারের সদস্যরা।

এলাকাকে করোনামুক্ত করতে এগিয়ে এল পাঠাগারের সদস্যরা


 রবিবার সকালে শ‍্যামধন জোত উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শ‍্যামধন এলাকা জুড়ে জীবাণুমুক্ত স‍্যানিটাইজেশন ও ব্লিচিং ছড়ানো হয়। সংগঠনের সদস্যরা জানান, করোনার জীবাণু ধ্বংস করতে ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এই উদ‍্যোগ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: