করোনা সচেতনতায় এগিয়ে এল খড়িবাড়ি ব্লকের শ্যামধন জোতের প্রমোদ দাসগুপ্ত স্মৃতি পাঠাগারের সদস্যরা।
রবিবার সকালে শ্যামধন জোত উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে শ্যামধন এলাকা জুড়ে জীবাণুমুক্ত স্যানিটাইজেশন ও ব্লিচিং ছড়ানো হয়। সংগঠনের সদস্যরা জানান, করোনার জীবাণু ধ্বংস করতে ও এলাকাকে পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ।


0 Comments: