Thursday, June 10, 2021

করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছে মানুষের পাশে ও নকশালবাড়ি ওয়েলফেয়ার

 


করোনার দ্বিতীয় ঢেউয়ে লন্ডভন্ড গোটা দেশ। গতবারের মত এবছরও করোনা সংকট ও লকডাউনের দিনে অসহায় হয়ে রয়েছে। এই অসহায় পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনরা। বৃহস্পতিবার মানুষের পাশে সামাজিক  সংগঠন  এবং  নকশালবাড়ি ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে  ফাঁসিদাওয়া ব্লকের সন্ন‍্যাসি চা-বাগানের  ৩টি করোনা আক্রান্ত  পরিবার  ও নকশালবাড়ির এক অসহায়  পরিবারের  হাতে ১০ দিনের খাদ্য সামগ্রী  তুলে দেওয়া হয়। উপস্থিত  ছিলেন যীশু দত্ত, করন বাগদাশ, সুবল পাল ও অমল আচার্যি সহ অন্যান্যরা। পাশাপাশি আগামী দিনেও পাশে থাকার বার্তা দিয়েছে দুই সংগঠন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: