Tuesday, June 1, 2021

অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে এল রেড ভলিন্টিয়ার

অসহায় পরিবারকে সহায়তায় এগিয়ে এল রেড ভলিন্টিয়ার

 লকডাউনের জেরে অসহায় দিনযাপন করছে শিলিগুড়ি পুরনিগমের ৪৫ নাম্বার ওয়ার্ডে রতনলাল ব্রাহ্মণ রোড নিবাসী কুমার রাই। 

শিলিগুড়িতে নিজস্ব বাড়ি ঘর নেই তা নয়, স্থায়ী কাজ‌ও নেই। ৫ জন সদস্য বিশিষ্ট পরিবার নিয়ে চরম অর্থ সংকটে ও খাদ্য সংকটের মধ্যে পড়েছেন তিনি। 

এই অবস্থায় খবর পেয়ে এগিয়ে আসে রেড ভলেন্টিয়ার্স। রেড ভলিন্টিয়ারের বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটি সদস্যরা  কুমার রাইয়ের বাড়িতে পৌঁছে ১০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন।

 এদিন চাল, ডাল, সয়াবিন, তেল, লবন, আলু, পেয়াঁজ, চিনি, চা পাতা, বিস্কুট, দুধ, সাবান, স‍্যানিটাইজার ও মাস্ক দেওয়া হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: