Wednesday, June 9, 2021

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী

 কামতাপুর প্রোগেসিভ পার্টির প্রতিষ্ঠাতা তথা কামতাপুরী ভাষা একাডেমির সহ সভাপতি অতুল রায়ের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল। বুধবার মাটিগাড়ার এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।



করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 গত ২২মে করোনায় আক্রান্ত হ‌ওয়ার পর বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। গত ২দিন ধরে শারীরিক অবনতি হ‌ওয়ায় বাইপ‍্যাপ করা হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এদিন বেসরকারি হাসপাতালের সামনে কেপিপির নেতাকর্মীদের ভিড় জমে তাদের নেতাকে বিদায় জানান। পরিবারের কান্নায় শোকাহত হয়ে ওঠে গোটা এলাকা। স্বয়ং মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকা বার্তা জানান।

করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক গৌতম দেব ও রঞ্জন সরকার বেসরকারী হাসপাতালে আসেন। গৌতম দেব জানান, দীর্ঘদিনের সম্পর্ক ছিল। করোনার পাশাপাশি বিভিন্ন শারীরিক অসুস্থতা ছিল তার। তার মৃত্যুতে রাজনৈতিক জগতে ক্ষতি। পাশাপাশি কেপিপি সেন্ট্রাল কমিটির সদস্য বুধারু রায় জানান, ৯০এর দশক থেকে কামতাপুরী জনগোষ্ঠীর জন্য কাজ করেছেন তিনি। তার ভরসা করেই কামতাপুরী ভাষা একাডেমি গঠন করা হয়।


করোনায় কেড়ে নিল কামতাপুরী পার্টির মধ‍্যমণী অতুলকে, শোকহত মুখ‍্যমন্ত্রী


 পরিবারের সদস্যরা জানান, মুখ‍্যমন্ত্রীর কাছে আবেদন করা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য। তবে মেডিক্যাল টিম গঠন করলে আজ এই দিন আসত না। পরে বেসরকারি হাসপাতালে পৌঁঁছান মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দদময় বর্মন।

Previous Post
Next Post

post written by:

0 Comments: