Tuesday, June 8, 2021

বাতাসী সারদা শিশুতীর্থে বৃক্ষরোপণ কর্মসূচি

বাতাসী সারদা শিশুতীর্থে বৃক্ষরোপণ কর্মসূচি

 বিশ্ব পরিবেশ দিবস মানেই যে বৃক্ষরোপণ করতেই হবে তা একেবারে নয়। প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করতে এবার নিজ উদ‍্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল খড়িবাড়ি ব্লকের বাতাসীর স্বয়ং সেবক সংঘের সদস্যরা।


বাতাসী সারদা শিশুতীর্থে বৃক্ষরোপণ কর্মসূচি


 মঙ্গলবার বাতাসী সারদা শিশুতীর্থ বিদ‍্যালয়ে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়।


বাতাসী সারদা শিশুতীর্থে বৃক্ষরোপণ কর্মসূচি


 করোনার আবহে যেখানে অক্সিজেন সংকটের কথা খবরের কাগজে আসছে সেখানে বৃক্ষরোপণ একমাত্র ভরসা।এই বার্তা নিয়ে এদিন বিভিন্ন প্রজাতির ১২০ বৃক্ষ রোপণ করা হয়। গাছ লাগাও প্রাণ বাঁচাও বার্তা সকলের কাছে প্রচার করা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: