Sunday, June 20, 2021

ধিমাল জনজাতিদের দুপুরের আহার, উপস্থিত শঙ্কর

ধিমাল জনজাতিদের দুপুরের আহার, উপস্থিত শঙ্কর

 মানুষের পাশে সামাজিক  সংগঠন বাগডোগরা এবং  নকশাল বাড়ি  সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ  উদ্যোগে ও সৌরভ গাঙ্গুলী  ফাউন্ডেশনের সহযোগিতা ও নকশাল বাড়ির কিছু  বন্ধুদের  সাহায্য  নিয়ে রবিবার নকশালবাড়ির  লুপ্তপ্রায়  ধিমাল জনজাতির ৩০০ মানুষের  মুখে  দুপুরের  মাংস ভাত ডাল তুলে দেওয়া  হয়। 

ধিমাল জনজাতিদের দুপুরের আহার, উপস্থিত শঙ্কর


এই কমিউনিটি  কিচেনর উদ্বোধন করেন প্রাক্তন  বিধায়ক শঙ্কর মালাকার ও বাগডোগরার ফরেস্ট  রেঞ্জার সমীরন রাজ।

Previous Post
Next Post

post written by:

0 Comments: