মানুষের পাশে সামাজিক সংগঠন বাগডোগরা এবং নকশাল বাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে ও সৌরভ গাঙ্গুলী ফাউন্ডেশনের সহযোগিতা ও নকশাল বাড়ির কিছু বন্ধুদের সাহায্য নিয়ে রবিবার নকশালবাড়ির লুপ্তপ্রায় ধিমাল জনজাতির ৩০০ মানুষের মুখে দুপুরের মাংস ভাত ডাল তুলে দেওয়া হয়।
এই কমিউনিটি কিচেনর উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার ও বাগডোগরার ফরেস্ট রেঞ্জার সমীরন রাজ।
0 Comments: