জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে না পারায় জীবনকে শেষ করল বর্ণালী।কোচবিহারের দিনহাটার আটিয়াবাড়ি আম্বালি বাজারের বাসিন্দা বর্ণালী বর্মন (১৬) জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে না পারার অবসাদে জীবনকে শেষ করলেন।
পরিবার সূত্রে খবর, জীবনের আর কোনও স্বপ্নই হয়তো পূরণ হবে না ভেবে ছিল এই কিশোরী। হতাশা, অবসাদে নিজেকেই শেষ করে ফেলল ঘর থেকে উদ্ধার হল তার নিথর ঝুলন্ত দেহ।
করোনা পরিস্থিতি বিবেচনা করে এবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে না জানিয়েছিল রাজ্য সরকার। নাবালিকার পরিবারের দাবি, এই খবর পাওয়া মাত্রই অবসাদ গ্রাস করে বর্ণালীকে। সকলের সঙ্গে থাকলেও কারও সঙ্গে বিশেষ কথা বলছিল না সে।

0 Comments: