কবিরাজের নাম করে অপহরণ এবং ধর্ষণ অভিযোগে গ্রেফতার উত্তর দিনাজপুর জেলার পাঞ্জীপাড়ার বাসিন্দা তথা পেশায় কবিরাজ রহমত আলি ওরফে মহম্মদ হাসিম।
গত ৯ মে বাগডোগরা বড় শিয়াভিটার যুবতীর পরিবার বাগডোগরা থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগের পর গতকাল গভীর রাতে উত্তর দিনাজপুরের পাঞ্জীপাড়া থেকে গ্রেফতার করা হয় কবিরাজকে।
সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। অভিযোগ দায়ের করা যুবতী জানান, গত ৩ মাস ধরে এই ঘটনা চলছে।
এই কবিরাজ বিভিন্ন কারসাজি করে আমার কাছে থেকে ৮০ হাজার টাকা নিয়েছে এবং আমাকে নেশাগ্রস্ত করে আমার সঙ্গে দূকর্ম করেছে। শেষে আমাকে ফুলবাড়ী ছেড়ে পালিয়ে যায়।

0 Comments: