দিনের পর বাগডোগরা জুড়ে মাদকদ্রব্য বিক্রি ঘটনা ঘটায় পুলিশে অভিযোগ দায়ের করে কিছু লাভ হয়নি স্থানীয় বাসিন্দাদের।
পুলিশের ওপর নির্ভর না হয়ে স্থানীয় যুবকদের নেশাগ্রস্ত অবস্থা থেকে বাঁচাতে শনিবার বাগডোগরা টাইগারবস্তীতে ব্রাউন সুগারের রমরমা বাজারে ক্ষিপ্ত হল স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দাদের আক্রোশের জেরে ভাঙল ব্রাউন সুগার ব্যবসার সঙ্গে যুক্ত ২টি ব্যবসায়ীর বাড়ি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা-মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে উপস্থিত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ইস্ট ও এসিপি ওয়েস্ট।
পুলিশ গোটা ঘটনায় নজরে এনে এলাকায় পুলিশী টহলদারী করে এবং একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করল পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার পুলিশকে অভিযোগ করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে ব্যবসায়ীরা হুমকি দেয় এই ব্যবসা চলছে, যার যা করার করে দেখতে পারে।
তবে এদিন প্রায় ২০০ জনতা উত্তেজিত হয়ে গোটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করতে এই কাজ করে। পুলিশের ভূমিকাকে প্রশংসা করা হয়। ঘটনায় অন্যানদের পকরাও করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

0 Comments: