মোদী সরকারের ৭ বছর পূর্তি উপলক্ষে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করছে বিজেপি। সেই মত রবিবার দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্ট উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, বাগডোগরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে মাস্ক, পিপিই কিট ও অক্সিজেন কনটেইনার প্রদান করে।
এদিন মেডিক্যাল কলেজে সুপারের হাতে ২টি অক্সিজেন কনসেনট্রেটার, মাস্ক ও পিপিই কিট তুলে দেন। পরে সাংসদ জানান, মোদীজির ৭বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সামগ্রী প্রদান করা হল।
তবে ভ্যাকসিন ও করোনার টেস্ট নিয়ে উত্তরবঙ্গবাসী এখানে বঞ্চিত হচ্ছে। পশ্চিমবঙ্গের সিস্টেম অস্তব্যস্ত আছে। এই সরকার প্রতিদিন একবার প্রেস কনফারেন্স করে তবে তার কোনো মহত্ত্ব নেই। নির্বাচনে জয়ের পরও আজও এই সরকার কেন্দ্রের সঙ্গে বির্তক করছে।
মুখ্যমন্ত্রী সবসময় পাঙ্গা নিতে তৈরি এবং তাই করছেন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভ্যাকসিন সঠিক করার কথা বলেন তিনি।

0 Comments: