Sunday, May 30, 2021

বাগডোগরায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ৩

 

বাগডোগরায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ৩

বাগডোগরা টাইগারবস্তীতে ব্রাউন সুগারের রমরমা বাজারে স্থানীয় বাসিন্দাদের ক্ষিপ্ত হ‌ওয়ার ঘটনায় তদন্তে নেমে সাফল্য পেল বাগডোগরা পুলিশ।

 শনিবার গোটা ঘটনার সঙ্গে যুক্ত ব‍্যক্তিদের পকরাও করতে চসে বেড়ায় পুলিশ।

 অতপর ঘটনার  ২৪ ঘন্টার মধ্যে মাদকদ্রব্য ব‍্যবসার সঙ্গে যুক্ত ৩জনকে গ্রেফতার সঙ্গে উদ্ধার ২৫কেজি ৩০০ গ্রাম গাঞ্জা। 

ধৃতদের নাম মহম্মদ মেঘু, মহম্মদ হুসেন ও হাসিনা খাতুন। ধৃতদের রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।

Previous Post
Next Post

post written by:

0 Comments: