Wednesday, April 9, 2025

উন্নয়নের পথে ভুল বোঝাবুঝি, মধ্যস্থতায় মিলল সমাধান!

 

উন্নয়নের পথে ভুল বোঝাবুঝি, মধ্যস্থতায় মিলল সমাধান!

উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের আর্থিক সহায়তায় রাস্তার কাজ নিয়ে স্থানীয় ও সহকারী সভাপতির মধ্যে বিবাদ অবশেষে মিটল। নকশালবাড়ির বড়মনিরাম জোতে রাজীব মোড় থেকে কেটুগাবুর জোতের সন্তোষী মাতা মন্দির পর্যন্ত 

২.৩ কিলোমিটার কাজ ঘিরে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সজনী সুব্বা রাস্তার আটকে দেওয়ার অভিযোগ করেছিলেন স্থানীয় ও স্থানীয় পঞ্চায়েত সদস্য! 

সোমবার এই ঘটনার পর আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে আলোচনা করেই সমস্যা সমাধান করলেন সভাধিপতি। ভুল বোঝাবুঝি হয়েছিল, সমস্যা সমাধান হল মত স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় দাসের। এক‌ই মত সহকারী সভাপতির।

Previous Post
Next Post

post written by:

0 Comments: