Sunday, June 6, 2021

ঢিমাল জনগোষ্ঠীর পাশে দাঁড়াল শিলিগুড়ি লার্ভাস গ্রুপ

ঢিমাল জনগোষ্ঠীর পাশে দাঁড়াল শিলিগুড়ি লার্ভাস গ্রুপ

 নকশালবাড়ির বুকে দীর্ঘদিন ধরে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরা রাখা ঢিমাল সম্প্রদায় লকডাউনের দিনে তেমন ভালো নেই। 

ঢিমাল জনগোষ্ঠীর পাশে দাঁড়াল শিলিগুড়ি লার্ভাস গ্রুপ


ঢিমাল জনগোষ্ঠী বর্তমানে সমাজের মূল প্রাঙ্গণ থেকে অনেকটা পিছনে থাকলেও এগিয়ে আসছে ঢিমাল জনগোষ্ঠীর ভবিষ্যৎ প্রজন্ম। রবিবার এই সম্প্রদায়ের মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসে শিলিগুড়ি লার্ভাস গ্রুপ।

ঢিমাল জনগোষ্ঠীর পাশে দাঁড়াল শিলিগুড়ি লার্ভাস গ্রুপ


 গ্রুপের পক্ষ থেকে ঢিমাল পরিবারের সদস্যদের বিভিন্ন নিত‍্যপ্রয়োজনীয় খাদ‍্যসামগ্রী প্রদান করা হয়।  

Previous Post
Next Post

post written by:

0 Comments: