চা বাগান পরিবারের পাশে রান্না করা খাবার নিয়ে এগিয়ে এসেছিল একান্নবর্তীর হেঁশেল। রবিবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের চরনাজোতে শুরু হল এই কর্মসূচি।
গত কয়েকদিন আগে নকশালবাড়ি চা বাগান এবং সিঙ্গিঝোড়া চা বাগানের অসহায় চাবাগানের কর্মীদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হয়। রান্না করা খাবার সহ ভিটামিন ঔষধ পেয়ে খুশি সকলেই।
উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত, অনিন্দিতা পাল, খরিবাড়ি ব্লক যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি কেশোরি মোহন সিংহ, মাটিগাড়া-নক্সালবাড়ি ব্লকের যুব নেতা বিদ্যুৎ দাস, রাজীব সিংহ, বাবলু বর্মন সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দরা।


0 Comments: