উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ক্রমশ বাড়ছে রক্তের সংকট। তার ওপর করোনার দ্বিতীয় ঢেউ।
এই দুইয়ের সময়ছ রক্তের সংকট নিরসনে এগিয়ে এসেছে দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার জেলার চতুর্থ ক্যাম্প করা হয় বাগডোগরায়।
এদিন নকশালবাড়ি ব্লক-১ মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় বিহার মোড়ে রক্তদান শিবিরের আয়োজন।
ভাম্যমান এসি গাড়িতে রক্ত দেন মহিলা ও পুরুষ তৃণমূল কর্মীরা। সমস্ত রক্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হবে। প্রায় ৩০ ইউনিট রক্ত এদিন সংগ্রহীত হয় বলে মহিলা তৃণমূল সভানেত্রী সুস্মিতা সেনগুপ্ত জানান।
পাশাপাশি পুরো ক্যাম্প গঠনে মুল দায়িত্ব পালন করেন যুব সভাপতি স্বাগত ঘোষ। উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী


0 Comments: