Wednesday, June 16, 2021

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

দার্জিলিং জেলায় এবার কনটেনমেন্ট জোন, দেখে নিন কোন এলাকা এর মধ্যে

 করোনার সংক্রমণ ঠেকাতে রাজ‍্যজুড়ে আগামী পয়লা জুলাই পর্যন্ত লকডাউন বলবদ থাকবে। তবে সাধারণ মানুষের কথা চিন্তা করে কিছু বিধিনিষেধ জারি হয়েছে।

 এই অবস্থায় সংক্রমণ যাতে কোনো ভাবেই না বাড়ে তা নিয়ে গতকাল সংক্রমন প্রবন এলাকায় কনটেনমেন্ট করার সিদ্ধান্ত নেয় রাজ‍্য। 

সেই মত আজ দার্জিলিং জেলার বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট করল জেলাশাসক। জেলায় মোট ১৮টি এলাকাকে কনটেনমেন্ট করা হয়েছে। এর মধ্যে পাহাড়ের বিভিন্ন এলাকা এবং শিলিগুড়ি ও মাটিগাড়ার বিভিন্ন এলাকা রয়েছে। 

এখন পর্যন্ত নকশালবাড়ি, বাগডোগরা ও ফাঁসিদেওয়ার কোনো এলাকা এর মধ্যে নেই। তবে সংক্রমণ বাড়লে আরো কনটেনমেন্ট হতে পারে। 

আগামী ২৩ জুন পর্যন্ত এই কনটেনমেন্ট বলবদ থাকবে।

এই কনটেনমেন্ট জোনগুলি হল

*শিলিগুড়ি পুরনিগমের ৪৫নং ওয়ার্ডের গলী নং ৮, বাঘাযতীন কলোনি প্রধাননগর

*৪৬নং ওয়ার্ডের গুপ্তা স্টোরের ১০০ মিটার এলাকা

*মাটিগাড়ার টুম্বাজোত, কাওয়াখালি, কদমতলা-দূর্গামন্দির, বিধানপল্লী, নারায়নপল্লী ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ১নং গেট এলাকা। 

বাকি সব দার্জিলিং, কার্শিয়াঙ, জোরবাংলো সুখিয়াপোখরি, রংলী, মিরিকের কিছু এলাকা রয়েছে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: