মিউকরমাইকোসিসে আক্রান্ত রিপোর্ট পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাপাতাল থেকে ভাগারাম গেল এক রোগী। জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার সুতির বাসিন্দা এই রোগী গতকাল রাতে জ্বর নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন।
হাসপাতাল থেকে রোগীর মিউকরমায়োসিসের পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার বিকেলে মিউকরমাইকোসিস রিপোর্ট পজিটিভ আসার খবর পান তিনি। এরপরই সন্ধ্যায় ইএনটি বিভাগ থেকে পালিয়ে যান রোগী।
গোটা ঘটনায় হইচই পড়ে মেডিক্যাল কলেজে। বহু খোঁজের পরও রোগীর হদিস পায়নি মেডিক্যাল কলেজ। হঠাৎ এত ঘেরাটোপের পরও কিভাবে রোগী উধাও
হতে পারে তা প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশের কাছে।

0 Comments: