Sunday, May 4, 2025

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

 

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

নেপাল প্রবেশের আগে ৬ মায়ানমারের নাগরিক গ্রেফতার। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এস‌এসবির হাতে আটক ৬। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। এস‌এসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এস‌এসবির সন্দেহ হলে প্রথমে ৩জন ও পরে ৩জনকে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি পায় জ‌ওয়ানরা। 

ধৃতদের কাছে থেকে ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ গভীর হয়। পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে। জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা। 

ধৃতরা কলেজ পড়ুয়া বলে স্বীকার করে। ধৃতদের কাছে থেকে কোনো পার্সপোট বা ভিসা পায়নি এস‌এসবি। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এস‌এসবি সূত্রে জানা গিয়েছে। কাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: