Wednesday, March 12, 2025

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

 

সীমান্ত সফরে রাজ্যপাল, সীমান্ত পরিদর্শন ও "আমার গ্রাম" কর্মসূচিতে অংশগ্রহণ

উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন তিনি সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন এবং এসএসবি আধিকারিকদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন। এমনকি টোটো চেপে সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি।

এরপর গৌড়সিং জোত এসএসবি ক্যাম্পে "আমার গ্রাম" কর্মসূচিতে অংশ নেন রাজ্যপাল। সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যার কথা শোনেন এবং এসএসবি জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতেই এই কর্মসূচি, যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।

ভুয়ো ভোটার প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেবে উপাচার্য ও আচার্য। একইসঙ্গে জাতীয় শিক্ষানীতিকে 'গেম চেঞ্জার' আখ্যা দিয়ে তিনি বলেন, এর মাধ্যমে ভারত বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠা পাবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: