বন্যপাখি ও হাতিদের খাবার সংকটের জেরে লোকালয়ে প্রবেশের ঘটনা অব্যহত দিনপ্রতিদিন দেখা যাচ্ছে। এই অবস্থায় বন্যপাখি ও হাতিদের খাবার সংকট মেটাতে এগিয়ে এল ঐরাবত পরিবার।
রবিবার ঐরাবত পরিবারের সদস্যরা পানিঘাটা রেঞ্জের কলাবাড়ি ফরেস্টের বিট অফিসার টিঙ্কু মাহাতোর সহযোগিতা নিয়ে কলবাড়ি ও কদমা ফরেস্ট এলাকায় বিভিন্ন প্রজাতির ফলের বীজ বপন করা হয়।
আম, জাম, কাঠাল, অর্জুন সহ বিভিন্ন প্রজাতির ফলের বীজ ছড়িয়ে দেওয়া হয় গোটা এলাকায়। সাত প্রজাতির বিভিন্ন ফলের বীজ ফেলার পাশাপাশি কিছু গাছকে পরিচর্যা করা হয়।
ঐরাবত পরিবারের সিকে ছেত্রী, অভিযান সাহা, সত্যজিৎ মন্ডল, প্রনয় চৌধুরী উপস্থিত ছিলেন।
0 Comments: