Sunday, June 29, 2025

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

 

বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ।

ফের সেচনালায় কালভার্ট নির্মাণের অভিযোগ খড়িবাড়ির বুড়াগঞ্জে। প্রকাশ্য সেচনালায় নির্মান কিভাবে হতবাক স্থানীয়রা। জমি বিক্রি করতেই কংক্রিটের এই কালভার্ট নির্মাণ হচ্ছে অভিযোগ স্থানীয়দের। 

খড়িবাড়ির বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরভিটা গ্রামে ফের সেচনালায় কালভার্ট। অবৈধভাবে কালভার্ট হলে সেচের অসুবিধা হবে। 

ইতিমধ্যে গোটা ঘটনায় খড়িবাড়ি বিডিও, ভূমি দফতর, পঞ্চায়েত প্রধান ও মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষকে লিখিত অভিযোগে করেছেন গ্রামবাসীরা। 

তৃণমূলের উপপ্রধানের এলাকায় অবৈধ কালভার্ট নিয়ে ক্ষোভ বিজেপির। উপপ্রধানের এলাকায় অবৈধ এই কালভার্ট হলেও নজর নেই উপপ্রধানের! 

তিনিও কি সেটিং! যদিও গোটা ঘটনায় উপপ্রধানের দাবি তিনি জানেন না। প্রভাবশালী হোক বা মাফিয়া আইননত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষের।

অন্যদিকে লিখিত অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে। নোটিশ করা হয়েছে অভিযুক্তদের। কোনো অনুমতি ছাড়াই কাজ হ‌ওয়ায় কাজ বন্ধ করা হয়েছে। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খড়িবাড়ির ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক।

Saturday, May 31, 2025

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ।

 

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ।

ব্রাউন সুগারের পর গাঁজা পাচার রুখল পুলিশ। দিনের পর রাতেও ফাঁসিদেওয়া থানা পুলিশের ফের সাফল্য। অসম থেকে কলকাতা গামী একটি চার চাকার গাড়িকে আটক করে উদ্ধার করা হয়, চল্লিশ কেজি গাঁজা। ঘটনায় গ্রেফতার দুই জন মাদক ব্যবসায়ী। 

গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া থানা অন্তর্গত ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ঘোষপুকুর এলাকা থেকে একটি চার চাকার গাড়িকে আটক করে এবং তাতে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে গাজার বস্তা। ঘটনাস্থলেই গ্রেফতার করা হয় বীরপাড়ার বাসিন্দা অজিত মন্ডল এবং মহম্মদ রবিউলকে। 

আজ শনিবার ধৃত দুজনকে শিলিগুড়ি আদালতে তোলা হবে। তাদেরকে রিমান্ডে নিয়ে এই ঘটনায় আর কারা জড়িত তার তদন্ত শুরু করবেন পুলিশ।

Friday, May 30, 2025

কোটি টাকার ব্রাউন সুগার, ২ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

 

কোটি টাকার ব্রাউন সুগার, ২ কেজি ৩০০ গ্রাম টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ২

গোপন সূত্রের ভিত্তিতে, মুরালিগঞ্জ চেকপোস্টের কাছে অভিযান চালায় বিধান নগর থানার , ঘোস্পুকুর ফাঁড়ি এবং ফাঁসিদেওয়া থানার পুলিশ। সেখানেই একটি সন্দেহভাজন গাড়িকে আটক করে তল্লাশি চালাতে উদ্ধার হয় মোট ২ কেজি ৩০০ গ্রাম ব্রাউন সুগার। 

ঘটনায় গাড়িতে থাকা ২ জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শাবির খান (৪৩) ও মুস্তাফ আলী (৩০) , দুজনেই মনিপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা অসম থেকে কলকাতা নিয়ে যাচ্ছিল এই ব্রাউন সুগারগুলি। 

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সাফল্য। ঘটনায় চার চাকার গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে এন্ডিপিএস আইনের ধারায় মামলার রুজু করে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।

Sunday, May 18, 2025

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

 

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বীরদের প্রতি সম্মান জানাতে পথে তৃণমূল!

পেহেলগাঁও জঙ্গি হামলার নিহতদের এবং ভারত - পাকিস্তান যুদ্ধে  বীর যোদ্ধাদের কুর্ণিশ জানাতে  পদযাত্রা করল নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস। এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে পানিঘাটা মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, আইএনটিটিউইসি জেলা সভাপতি নির্জল দে, 

নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস ও মহিলা তৃনমূল কংগ্রেসের কর্মীরা।  কাশ্মীরের পেহেলগাঁও জঙ্গি হামলার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা এবং ভারত - পাকিস্তান যুদ্ধে যেভাবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি দুর্মুশ করেছে বীর যোদ্ধারা তাদের কুর্ণিশ জানাতে এই পদযাত্রা বলে জানান নক্সালবাড়ি ব্লক ২ তৃনমূল কংগ্রেস সভাপতি পৃথ্বীশ রায়।

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

 

চাকরির দাবিতে যুব হুঙ্কার ডিওয়াইএফ‌আই সম্মেলনে গর্জে উঠল খড়িবাড়ি!

ডিওয়াইএফ‌আইয়ের ২০তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হল খড়িবাড়িতে। রবিবার খড়িবাড়িতে শহীদের স্মৃতির শ্রদ্ধা নিবেদন করে মিছিল করা হয়। পরে জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন ডিজিএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, জেলা সিপিএমের সম্পাদক সমন পাঠক, সিটুর জেলা সভাপতি গৌতম ঘোষ সহ অন্যান্যরা। এদিন আগামী দিনে সংগঠনের রুপরেখা ও আগামী নির্বাচন নিয়ে আলোচনা করা হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মীনাক্ষী জানান, 

গোটা রাজ্যে ২লক্ষ সদস্য সংখ্যা বেড়ে ৩৪ লক্ষ সদস্য সংখ্যা হয়েছে। যা পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য এই সদস্য বৃদ্ধি। স্থায়ী কাজের দাবিতে এই জেলা সম্মেলন হচ্ছে। দেশের সরকার ও রাজ্যের সরকার শিক্ষিত তথা যুব সমাজের চাকরি দিতে অনিহা প্রকাশ করেছে। কর্পোরেটদের সুবিধা করতে ইলেকট্রোরাল বন্ড করে জাল ঔষধ দিয়ে মুনাফা লুটবে। যোগ্য শিক্ষকদের অবস্থা নিয়ে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী।

Friday, May 16, 2025

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

 

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের, মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩।

মাদকের বিরুদ্ধে ফের অভিযান পুলিশের! মাদক ও বিপুল পরিমাণ অর্থ সহ গ্রেফতার ৩। নকশাবাড়ির টুকরিয়া মোড়ে পুলিশের অভিযানে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার সহ উদ্ধার ২ লক্ষ ৬৫ হাজার টাকা। বৃহস্পতিবার রাতে মাদক হাতবদলের খবর পেয়ে নকশালবাড়ি টুকরিয়া মোড়ে একটি বাড়িতে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে ৩ জন যুবককে আটক করে পুলিশ। আটকদের তল্লাশি চালিয়ে ৭০ গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। মাদক কারবারের অভিযোগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল বিশ্বনাথ বর্মন (২২), নকশালবাড়ির টুকরিয়ামোড় বাসিন্দা, নন্দন বাসফোর তোতারাম জোত এবং বিশাল গুরুং শান্তিনগরে বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। জানা গিয়েছে বিশ্বনাথের বাড়িতেই এই মাদকের কারবার চলত। এই ঘটনায় বিশ্বনাথের পরিবারের সদস্যরাই যুক্ত রয়েছে।

Wednesday, May 14, 2025

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

 

নেপাল থেকে অবৈধ ভাবে ভারতে প্রবেশর  সময় গ্রেপ্তার ১ বাংলাদেশি যুবক

অবৈধভাবে নেপাল থেকে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার হল এক বাংলাদেশী যুবক। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে গ্রেফতার বাংলাদেশী যুবক। ধৃতের নাম মহম্মদ হৃদয় খান, বাংলাদেশের নাটোর জেলার বাসিন্দা। 

এস‌এসবি সূত্রে খবর, ধৃত বাংলাদেশ থেকে বিমানে নেপাল নামার পরে সার্বিয়া যাওয়ার প্ল্যান ছিল। যদিও ফাঁদে পড়ে ধৃত নেপালেই কাজে যুক্ত হয়ে ভারতীয় এক যুবকের সহায়তায় ভারতে আসতে গিয়ে ধরা পড়েন। 

ধৃতকে আজ খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস‌এসবি। আগামীকাল ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।