উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হলেন মৌসুমী পাল। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুলের মৌসুমী ৪৮৮ পেয়ে রাজ্যে দশম। ফলাফল পেয়েই খুশী মৌসুমী ও তার পরিবার। স্কুলে মিষ্টিমুখের মৌসুমীকে। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে ভালো বিচারক হয়ে সমাজের সেবা করবে মত মৌসুমী। ব্যাটারি বিক্রেতার মেয়েই এই রেজাল্টে খুশী গোটা বিধাননগর।
৪৮৮ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করা মৌসুমী পালকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ। পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়লো বলে জানান তিনি।
এদিন মৌসুমিকে তার ফলের জন্য মুখ্যমন্ত্রী তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামানিক। স্কুলে এসে মৌসুমিকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোনে মৌসুমীকে ধন্যবাদ জানান।