Wednesday, May 7, 2025

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

 

ফাঁসিদেওয়ার গর্ব, রাজ্যের সেরা দশে মুরালীগঞ্জ হাইস্কুলের ছাত্রী!

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হলেন মৌসুমী পাল। ফাঁসিদেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ হাইস্কুলের মৌসুমী ৪৮৮ পেয়ে রাজ্যে দশম। ফলাফল পেয়েই খুশী মৌসুমী ও তার পরিবার। স্কুলে মিষ্টিমুখের মৌসুমীকে। আগামী দিনে আইন নিয়ে পড়াশোনা করে ভালো বিচারক হয়ে সমাজের সেবা করবে মত মৌসুমী। ব্যাটারি বিক্রেতার মেয়েই এই রেজাল্টে খুশী গোটা বিধাননগর। 

৪৮৮ নম্বর পেয়ে দশম স্থান অধিকার করা মৌসুমী পালকে শুভেচ্ছা এবং ফুলের তোড়া দিলেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেস সভাপতি তথা এসজেডিএ সদস্য কাজল ঘোষ। পাশাপাশি আগামী দিনে মৌসুমীর পড়াশোনা সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। মৌসুমীর সাফল্যে বিধাননগরের বুকে নতুন পালক জুড়লো বলে জানান তিনি। 

এদিন মৌসুমিকে তার ফলের জন্য মুখ্যমন্ত্রী তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়। এদিন মুখ্যমন্ত্রীর হয়ে শুভেচ্ছা জানান শিলিগুড়ি মাধ্যমিক শিক্ষা সংসদের পরিদর্শক রাজীব প্রামানিক। স্কুলে এসে মৌসুমিকে তার ফলের জন্য শুভেচ্ছা জানান। এদিন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ফোনে মৌসুমীকে ধন্যবাদ জানান।

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

 

যুদ্ধজয়ের পাঠশালায় প্রস্তুতি—নকশালবাড়ির স্কুলে এস‌এসবি-র মকড্রিল!

দেশব্যাপী মকড্রিলের নির্দেশ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অবস্থায় শিক্ষার্থীদের যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলা করতে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি। নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির হাইস্কুলে মকড্রিল প্রদর্শন করল এস‌এসবি ৪১নং ব্যাটেলিয়নের জ‌ওয়ানরা। এদিন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের উপস্থিতিতে বিমান হানা হোক বা শত্রুর আক্রমণ কিংবা আহতদের উদ্ধার থেকে নিজেদের সুরক্ষা করার মকড্রিল এদিন শেখানো হয় শিক্ষার্থীদের। 

জঙ্গী হামলা হোক বা বিপদ কোন সময়ে কি কি করা দরকার তা হাতে কলমে তুলে ধরেন এস‌এসবি জ‌ওয়ানরা। ভারত নেপাল সীমান্তে এই স্কুলে মকড্রিল, সাইরেন শব্দে এদিন চলল মকড্রিল। যেকোনো পরিস্থিতিতে এই মকড্রিল কাজে দেবে মত শিক্ষার্থীদের। সাইরেনের শব্দ ও বিভিন্ন পদ্ধতি যা নিজের ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ হবে বলে শিক্ষার্থীরা জানান। অন্যদিকে এস‌এসবির উদ্যোগে এই মকড্রিল। এই শিক্ষা শিক্ষার্থীদের সাবলম্বী করার পাশাপাশি আগামী দিনেও বিদ্যালয়ে করা হবে। অপারেশন সিঁদুর নিয়ে দেশের সেনাবাহিনীকে ধন্যবাদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাসের।

Sunday, May 4, 2025

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

 

নকল আধার নিয়ে সীমান্ত পেরোনোর ছক, ধরা পড়ল মায়ানমারের ৬ যুবক-যুবতী!

নেপাল প্রবেশের আগে ৬ মায়ানমারের নাগরিক গ্রেফতার। খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্তে এস‌এসবির হাতে আটক ৬। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে। এস‌এসবি সূত্রে খবর নেপাল যাওয়ার সময় এস‌এসবির সন্দেহ হলে প্রথমে ৩জন ও পরে ৩জনকে জিজ্ঞাসাবাদ অসঙ্গতি পায় জ‌ওয়ানরা। 

ধৃতদের কাছে থেকে ভারতীয় আধার কার্ড দেখালে সন্দেহ গভীর হয়। পরে ধৃতরা মায়ানমারের বাসিন্দা বলে স্বীকার করে। জানা গিয়েছে ভারতে প্রবেশ করার পর অবৈধভাবে দিল্লিতে আধার কার্ড তৈরি করে ধৃতরা। 

ধৃতরা কলেজ পড়ুয়া বলে স্বীকার করে। ধৃতদের কাছে থেকে কোনো পার্সপোট বা ভিসা পায়নি এস‌এসবি। পরে ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলে এস‌এসবি সূত্রে জানা গিয়েছে। কাল ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

Thursday, May 1, 2025

১৭৫ গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ, গ্রেফতার ২

 

১৭৫ গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ, গ্রেফতার ২

খড়িবাড়ি : গাঁজা পাচার রুখল পুলিশ।চারচাকা গাড়িতে গাঁজা পাচারের ছক বানচাল করল খড়িবাড়ি থানার পুলিশ। খড়িবাড়ির বাঞ্ছাভিটা এলাকায় ২টি চারচাকার গাড়ি আটক করে ১৭৫ কেজি গাঁজা সহ গ্রেফতার ২জন পাচারকারী। 

গভীর রাতে চারচাকার গাড়ি দেখতে পেয়ে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালিয়ে ১৭৫ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, কোচবিহার থেকে বিহারে এই গাঁজা পাচারের ছক ছিল। ঘটনায় হামিদুল হক ও নবি হোসেন গ্রেফতার করা হয়েছে। 

ধৃতরা কোচবিহারের দিনহাটার বাসিন্দা। ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এই ঘটনায় আরো কারা জড়িত তার তদন্তে নামবে পুলিশ। উদ্ধার গাঁজার বাজারমূল্য প্রায় ২০লক্ষ টাকা বলে জানা গিয়েছে।

Sunday, April 27, 2025

ভুল স্বীকারের দাবিতে রাস্তায় আদিবাসী সমাজ, রণহুংকার রঞ্জন চিকবারাইকের!

 

ভুল স্বীকারের দাবিতে রাস্তায় আদিবাসী সমাজ, রণহুংকার রঞ্জন চিকবারাইকের!

আদিবাসীদের বাংলাদেশ থেকে আনা হয়েছে পাহাড়ের নেত্রী বন্দনা রাইয়ের এই বিতর্ক মন্তব্য সমাজ মাধ্যমে আসতেই আদিবাসী সমাজেকে আঘাত করার অভিযোগ তুলে বিক্ষোভ! পাহাড়ের নেত্রী বন্দনা রাই সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন যেখানে "বাংলা সরকার আদিবাসীদের বাংলাদেশ থেকে নিয়ে এসেছে" বন্দনা রাইয়ের এই মন্তব্য বিক্ষোভ ফেটে উঠলো আদিবাসীরা। নকশালবাড়ির জাবরা ডিভিশনে আদিবাসী সমাজ এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। 

৭২  ঘন্টার মধ্যে মন্তব্যের ভুল স্বীকার না করলে রাস্তা নেমে প্রতিবাদ এবং থানার লিখিত অভিযোগে করার হুঁশিয়ারি দেন আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক ! এদিন জাবরা ডিভিশনে আদিবাসীদের নিয়ে বিক্ষোভ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। আদিবাসী নেতা রঞ্জন চিকবারাইক জানান বন্দনা রাইয়ের মন্তব্যে আমাদের আদিবাসী জাতিকে অসম্মান করা হচ্ছে। বন্দনা রাইয়ের বিতর্কিত মন্তব্য নতি স্বীকার না করলে আদিবাসী সমাজ রাস্তায় নেমে প্রতিবাদ ও থানায় অভিযোগ করবেন। ভুল করেছে, ভুল স্বীকার করুক। রাজ্য সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য না করে নিজের ভুল স্বীকার করুক দাবি রঞ্জনের।

Monday, April 21, 2025

রাজ্যপালকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়।

 

রাজ্যপালকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়।

অসুস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। কম্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। রাজ্যপালকে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাজ্যপালের হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। সম্ভবত বাইপাস সার্জারি হতে পারে। কমান্ড হাসপাতাল থেকে তাঁকে আরেক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, 'রাজ্যপালের শরীর খারাপ। দেখে গেলাম। চিকিৎসা চলছে।'

Thursday, April 17, 2025

মাদক নিয়ে শহরে ঢুকতেই গ্রেফতার, মাটিগাড়ায় পুলিশি তৎপরতায় সাফল্য!

 

মাদক নিয়ে শহরে ঢুকতেই গ্রেফতার, মাটিগাড়ায় পুলিশি তৎপরতায় সাফল্য!

৯০৮ গ্রাম ডাউন সুগার সমেত, তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মাটিগাড়া থানা অন্তর্গত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট সংলগ্ন লছকা সেতুতে জানা গেছে দিন দুপুরে মালদা থেকে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট নিয়ে  এসে শিলিগুড়িতে বিক্রি করবার উদ্দেশ্য ছিল মালদার কালিয়াচকের রহিম শেখ নামে এক যুবকের। 

মাটিগাড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর থাকায় হস্তান্তরের আগেই এগুলি উদ্ধার করা হয়। ঘটনার জেরে মাদকগুলি নিতে আসা শিলিগুড়ি, বাঘাযতীন কলোনির মো :আমজাদ এবং প্রধান নগরের অমর রাউথ কে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে মাদকের পাশাপাশি একটি স্কুটি আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত নেমেছে মাটিগাড়া থানার পুলিশ।