Wednesday, March 23, 2022

অভিনব উদ‍্যোগ খেলগাঁওএ, প্রশিক্ষণ পর্ব ও বিপননে লিগাল এইড ফোরাম

অভিনব উদ‍্যোগ খেলগাঁওএ, প্রশিক্ষণ পর্ব ও বিপননে লিগাল এইড ফোরাম

 পাচার ও শারীরিক শোষনের শিকার হ‌ওয়া মহিলা ও কিশোরীদের স্বনির্ভরতার লক্ষ্যে এগিয়ে এল দার্জিলিং জেলা লিগাল এইড ফোরাম। বুধবার লিগাল এইড ফোরাম ও নবদিশা স্বনির্ভর গোষ্ঠীর উদ‍্যোগে পানিঘাটার খেলগাঁও এলাকায় শতাধিকদের নিয়ে খাবার তৈরির প্রশিক্ষণ পর্ব ও বিপনন নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়।

            মহিলা থেকে কিশোরীদের সমাজে স্বনির্ভর হয়ে থাকার লক্ষ্যে এই প্রকল্প শুরু করা হয়েছে বলে অমিত সরকার জানান। পাশাপাশি আর কোনোদিন কাজের প্রলোভনে দেখিয়ে অন্ধকার জগতের খপ্পোরে না পড়ার সংকল্প শেখান দার্জিলিং ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড ফোরামের সভাপতি অমিত সরকার। এদিন প্রকল্পে স্বাস্থ্য বিধি প্রশিক্ষণ নিয়ে একশো ভাগ পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রুটি, মোম সহ বিভিন্ন্য ধরণের আদিবাসী সম্প্রদায়ের ভৌগোলিক পরিচিতির খাবার তৈরি ও বিক্রির মাধ্যমে তাঁদের আর্থিক সমৃদ্ধ করার প্রশিক্ষণ দেওয়া হয়। 

এই উদ্যোগকে সমাজের বিভিন্ন্য মহলে সাধুবাদ জানানো হয়েছে। একইসঙ্গে নবদিশা আগামী দিনে পাচারবিরোধী প্রচার ও নিগৃহীত মহিলাদের সামাজিক সম্মান ফিরিয়ে আনার দিশা দেখাবে।

Previous Post
Next Post

post written by:

0 Comments: