Wednesday, June 16, 2021

লালদূর্গে ফের ভাঙণ, তৃণমূলে যোগ সিপিএমের প্রাক্তন কাউন্সিলর


লালদূর্গে ফের ভাঙণ, তৃণমূলে যোগ সিপিএমের প্রাক্তন কাউন্সিলর

ক্রমশ ভাচছে লালদূর্গে ঘেরা শিলিগুড়ি।  রামভজন মাহাতোর পর এবার তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তণ কাউন্সিলর প্রীতিকণা বিশ্বাস। 

বুধবার শিলিগুড়ি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে গৌতম দেব ও রঞ্জন সরকারের হাত ধরে দলীয় পতাকা নেন তিনি। শিলিগুড়ি পুরনিগমের নির্বাচনের আগে ক্রমশ শক্তিশালী হতে শুরু করছে রাজ‍্যের শাসকদল।

Previous Post
Next Post

post written by:

0 Comments: