Monday, June 7, 2021

ফাঁসিদেওয়ায় রক্তদান শিবির করল ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা

ফাঁসিদেওয়ায় রক্তদান শিবির করল ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সদস্যরা

 চলছে লকডাউন তার মধ্যে করোনার পরিস্থিতিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত সংকট দেখা দিয়েছে। হাসপাতালে বহু রোগী রক্ত পাচ্ছেন না যার জন্য অনেকের মৃত্যু হয়েছে। 

এই কথা চিন্তা করে সোমবার শিলিগুড়ি ফাঁসিদেওয়ার ত্রিনয়নী ও বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় কোভিদ বিধি মেনে জ্যোতি নগর শ্মশান কালী মন্দির প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

 উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি ব্লাড সংগ্রহীত গাড়ি পাঠানো হয় সেই গাড়িতে তিনজন ব্যক্তি একসাথে রক্তদান করার জায়গা রয়েছে। ছাত্র-যুব থেকে এলাকার বিশিষ্ট সমাজসেবীরা এদিন রক্ত দান করেন। 

Previous Post
Next Post

post written by:

0 Comments: